প্রকাশিত: Thu, Jun 1, 2023 4:39 AM
আপডেট: Fri, May 9, 2025 1:59 PM

প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশে দায়িত্বপালনকালে কর্তৃত্ব প্রয়োগ করুন: সিইসি

এম এম লিংকন, এইচ আর তানজির (খুলনা) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রিজাইডিং কর্মকর্তা চাইলে ভোটগ্রহণ বন্ধ করতে পারে।  দায়িত্ব হালকা ভাবে নেবেন না। ভোট কেন্দ্রের ভেতরে শৃংখলা রক্ষার দায়িত্ব আপনাদের। আমাদের মুল সাবজেক্টে হচ্ছে ভোটাররা, তারা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারে। বুধবার খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরো চারটি সিটির ভোটকে চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছে কমিশন। এরআগে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া গাজীপুর সিটি নির্বাচনকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এসিড টেস্ট করেছিল কাজী হাবিবুল আউয়াল কমিশন। ২৫ মে অনুষ্ঠিত হওয়া সেই নির্বাচন কোন ধরনের অভিযোগ ছাড়াই সম্পূর্ণ করেছে কমিশন। এই ভোটে ভোটাররা আনন্দ ও উৎসাহ নিয়ে নিজ প্রছন্দের প্রার্থীকে কোন ধরনের বাধা ছাড়াই ভোট প্রদান করেছেন। ফলাফলের পর পরাজিত কোন প্রার্থীও কোন ধরনের অভিযোগ তুলেনি। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, এসিড টেস্টে পাশ করেছে কমিশন। 

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যারা ভোটার, তাদের ভোট প্রদানের অধিকার। সেই অধিকারকে কোনভাবে প্রতিহত করা যাবে না। কোনো বাধা-বিপত্তি যেন না হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব কোন প্রার্থীকে জিতিয়ে দেওয়া বা হারিয়ে দেওয়া নয়। 

কোনরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। মানুষের মধ্যে আস্থা থাকতে হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) ও সচিব জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. মঈনুল হক ও  খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ।   সম্পাপদনা: শামসুল হক বসুনিয়া